1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড. মোঃ গোলাম সরোয়ার

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে একজন প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ গোলাম সরোয়ার। এ লক্ষ্যে তিনি সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে সংবাদ সম্মেলন এবং পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সহ সাধারণ জনগণের আস্থা অর্জনে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে এ্যাড. মোঃ গোলাম সরোয়ার বলেন, “আমি ১৯৮২ সালে সামরিক স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে হামলা-মামলাসহ বহুবার কারাবরণ করেছি। আমার রাজনৈতিক জীবনে আমি ১৯টি মামলার আসামী হয়েছি৷”

তিনি আরও বলেন, “পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে প্রার্থী হতে চাই। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নিরাশ করবেননা।

এ্যাড. মোঃ গোলাম সরোয়ার ১৯৮২-১৯৮৩ সালে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর ১৯৮৭-১৯৮৯ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৯-১৯৯১ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৯১-১৯৯৪ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৮-২০০২ সালে পটুয়াখালী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃষক লীগের নেতৃত্ব প্রদান করেন।

এ্যাড. মোঃ গোলাম সরোয়ার ১৯৯৬-২০০২ এবং ২০০৩-২০০৮ মেয়াদে পরপর দুবার বিপুল ভোটে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত দায়িত্বরত রয়েছেন।

তিনি পক্ষিয়া সাঈদ আহমেদ কলেজ ও গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং পটুয়াখালী বি. এন. এস. বি চক্ষু হাসপাতালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট