1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ গৌরনদীর গাউছিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ  গৌরনদীর বাটাজোড়ে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল  বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মা*রধ*রের অভিযোগ পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা দীর্ঘ ১৮ বছর পর হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর ঘুডু আরিফ গ্রেফতার

“আ’লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে”-আলতাফ হোসেন চৌধুরী

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাসহ সকল প্রশাসনিক কাঠামো ধ্বংস করেছে। প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করেছে। একটি জাতিকে ধ্বংস করতে বুলেট প্রয়োজন হয় না বরং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই সেই জাতিকে ধ্বংস করা যায়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালীর দুমকীতে পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্যের শুরুতেই তিনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সকল দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। তাই, এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। আর দেশ সংস্কারের জন্য অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে আমাদের সহযোগিতা করতে হবে।

পাশাপাশি তিনি আরও বলেন, বিএনপির মধ্যে ঘাপটি মারা মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে। এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফসহ জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট