মোঃ জিয়াউর রহমান, পিরোজপুরঃ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জিয়ানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমার দেশ পাঠক মেলার আয়োজনে আজ সোমবার সকাল ১১ টায় রূপালী ব্যাংক চত্ত্বর সম্মুখে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পাঠক মেলার সভাপতি প্রভাষক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রেসক্লাব সভাপতি ফায়জুল কবির তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি ও উপজেলা সমকাল প্রতিনিধি আহসানুল হক সগীর, সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক অবজারভার প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি খান মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এম ইউ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান, ছাত্রদলের আহবায়ক ও খবরপত্রের প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা প্রমুখ।