সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) ব্রি-ধান ৯৮ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর অধীন ইউএসএআইডি এর অর্থায়নে আন্তর্জাতিক সার উন্নয়ণ কেন্দ্র (আইএফডিসি) এর আয়োজনে দক্ষিণ আমতলীতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) ব্রি-ধান ৪৮ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কষি সম্প্রাসারণ অধিদপ্তর খামার বাড়ি, বরগুনা এর উপ-পরিচালক ড. এ .এস. এম. জোবায়দুল আনাম।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় এবং আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ ইছা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই এফ ডি সি, বরিশাল এর ফিল্ড সুপার ভাইজার এ কে এম নাজমুল হক, উপ-সহকারী কৃষি অফিসার মাসুম বিল্লাহ, বরগুনা আইএফডিসি এর জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রব। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক নুরুল ইসলাম, ইউনুচ আকন এবং কৃষানী ফারজানা আক্তার। শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক কৃষাণী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) ব্রি-ধান ৯৮ প্রতি হেক্টর জমিতে ৫টন ধান উৎপাদন হয়ে থাকে। এ ধান ১১০ দিনে ফলন হয়। চৈত্র মাসে বীজ বুনে বৈশাখ মাসে রোপণ করতে হয়। ভাদ্র মাসে এর ফলন পাওয়া যায়।