সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ আসন্ন ঈদ-উল-আজহার পর থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ শনিবার আবারও ছুটির ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দেন তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্যমান তাপদাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের পর প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ২৭ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এই দিনই হাইকোর্টের আদেশের বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি গণমাধ্যমকে জানান, "যেসব জেলায় তাপমাত্রা কম, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই।" ঠিক ঐ সময়ই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে শনিবারও পাঠদান চালু রাখার বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী।