• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

আবারও দুমকীতে স্বপ্ন সিঁড়ি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ / ২৬৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: স্বাস্থ্য সচেতনতায় আবারও পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া স্বপ্ন সিঁড়ি সোসাইটি’র আয়োজনে মেডিকেল ক্যাম্পে স্থানীয় রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ফ্রী ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সোসাইটির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক এর সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. কামরুল হাসান সাগর (সিআইপি) এর সার্বিক সহযোগিতায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আজিজ আহম্মেদ কলেজে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মায়ের সাথে স্বাস্থ্য সেবা নিতে আসা জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তার জানান, “স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে এ ক্যাম্পের অনবদ্য ভূমিকা রাখার জন্য মুরাদিয়ার কৃতি সন্তান কামরুল হাসান সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ।”

উপজেলার দক্ষিণ মুরাদিয়ার অতসীপর বৃদ্ধ রোগী মানিক শিকদার বলেন, “বিশেষ করে বয়স্ক লোকজন ও মা-বোনদের দূরে কোথাও গিয়ে চিকিৎসা নিতে বেশ সমস্যা হয়। তাই প্রতিবছর বাড়ির কাছের এই কার্যক্রম যেন চালু থাকে সে প্রত্যাশা করি।”

মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসা সমাজ সেবিকা আঁখি মেহেদী বলেন, “দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে এ সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পালন করে চলছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এছাড়াও গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার জন্য সংগঠন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।”

মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে মুরাদিয়া স্বপ্নসিঁড়ি সোসাইটির সভাপতি ও আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হক বলেন, “শুধু চিকিৎসা সেবাই নয়। খেলাধুলা সামগ্রী, কৃষি সামগ্রী ও শিক্ষা সামগ্রী বিতরণ করে স্থানীয় লোকজনদের জীবন মান উন্নয়নে এ সংগঠন কাজ করে চলছে।”

চিকিৎসা সেবা দিতে আসা আই এইচ টি, বরিশালের সহকারী পরিচালক ডা: শুভঙ্কর বাড়ৈ সাউথ বিডি নিউজ ২৪ কে জানান, “দেনা পাওনার বিষয়টিই সবসময় বড় কথা নয়। চিকিৎসা সেবা বঞ্চিত লোকজনদের চিকিৎসা দিতে পারাটাই আসলে ভালো লাগার বিষয়।”

প্রসঙ্গত, এ বছরের ১৯ জানুয়ারী উপজেলার জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক হাজারের বেশি রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।


আরও খবর পড়ুন: