মোঃ হুমায়ুন কবির, পটুয়াখালীঃ আতিকুর ইসলাম ইমন, (ব্যবসায় প্রশাসন অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেশন: ২০২৩-২৪, আইডি:২৩০৩০৩৯), গত ১৫-১২-২৪ রাত ৯ টার দিকে পটুয়াখালী শহরে একটি বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ডাক্তার জানিয়েছেন, আগামীকালের মধ্যেই জরুরি ভিত্তিতে একটি অপারেশন করতে হবে। কিন্তু ইমনের পারিবারিক ও আর্থিক অবস্থা খুবই দুর্বল। তার পরিবারে শুধু মা ও বোন রয়েছেন, যারা এই বিপদ কাটিয়ে উঠতে একেবারেই অসহায়। তাই, তার পরিবার ও সহপাঠীরা সকলের কাছে সাহায্য কামনা করেছেন।
আপনার সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন: 01743106096-ইমনের বড় বোন। (এটাতে টাকা পাঠাবেন না, শুধুমাত্র যোগাযোগের নাম্বার)
বিকাশ: 01540005995 (দিপু, বিবিএ ৪র্থ সেমিস্টার)
নগদ : 01571413605 ( আনাছ, বিবিএ ৪র্থ সেমিস্টার)
রকেট: 01936-965650 (আসিফ, বিবিএ ৪র্থ সেমিস্টার)
ব্যাংক একাউন্ট : 20501246700185607
আব্দুল্লাহ মুহসিন তানজিম (৪র্থ সেমিস্টার) আন্দরকিল্লা শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
আপনার সামান্য সহায়তা ইমনকে সুস্থ জীবনে ফেরানোর পাথেয় হতে পারে।