1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লা*শ উদ্ধার বাউফলে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা, শিশু সন্তান নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার পটুয়াখালীতে ৩০টি বাবুই পাখির বাসা এবং ডিম বিনষ্ট, অবশেষে প্রতিস্থাপন বাউফলে ব্রিজের সা‌থে ধাক্কা লেগে দে*হ থেকে মাথা বি*চ্ছি*ন্ন বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, নিখোজ-৬, উদ্ধার-৯ ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ বাস্তবায়নে পটুয়াখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে বেসরকারী কলেজ সমূহের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত   বাউফলে তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সেই ইমরান’র মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন

আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক আল-আমিনকে সাময়িক বরখাস্ত

জালাল আহমেদ, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক (অর্থনীতি) মোহাম্মদ আল- আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক কর্তৃক দেয়া সাময়িক বরখাস্ত করন পত্র ( স্মারক নং আঃ আঃ কঃ/১০২৫/২০২৩) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক( কলেজ-৩) তপন কুমার দাস স্বাক্ষরিত প্রেরিত পত্র সূত্রে ( স্মারক নং ৩৭.০২.০০০০.১০৫.৩১.১৫৮.২০২০/৭৯/৪)। জানা যায়, উক্ত প্রভাষক আল- আমিন এর বিরুদ্ধে তার স্ত্রী নুরুন নাহার কর্তৃক দায়েরকৃত পারিবারিক মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হওয়ায় চাকুরী থেকে বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আইন শাখা, প্রভাষক মো. আল- আমিনের বিরুদ্ধে দায়েরকৃত পারিবারিক ডিক্রিজারি মোকদ্দমা নং- ০২/২০২০(পারিবারিক মামলা নং ৪০/২০১৯ হতে উদ্ভূত) মূলে তাকে ৩ মাসের সাজা প্রদান করা হয়। অতপর প্রভাষক আল- আমিন আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরন করেন। পরবর্তীতে সে আংশিক টাকা জমা প্রদানপূর্বক জামিন লাভ করে। কিন্তু এখনও তিনি উক্ত মামলায় খালাস পাননি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে নারী ও শিশু নির্যাতন মামলা ( মামলা নং- ৪৫৭/২০১৯) বিচারাধীন। এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ( প্রভাষক মো. আল আমিন) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার জন্য কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। এ সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি ( প্রভাষক মো. আল আমিন) খোরপোষ ভাতা প্রাপ্ত হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ-৩) তপন কুমার দাস কর্তৃক প্রদত্ত পত্র প্রাপ্তিতে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক প্রভাষক মো. আল- আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

এ ব্যাপারে প্রভাষক মো. আল- আমিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে উক্ত কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশে অনিইচ্ছুক জানান, প্রভাষক মো. আল- আমিন (অর্থনীতি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট