• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার একজন কর্মী হতেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছি”–অ্যাড. গোলাম সরোয়ার

ষ্টাফ রিপোর্টার / ৩০৭ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের উন্নয়ন, পরিকল্পনা ও নিজের বর্নাঢ্য রাজনৈতিক ইতিহাস এবং জনপ্রতিনিধির অভিজ্ঞতা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ গোলাম সরোয়ার।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সারে ৬ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
অ্যাড. গোলাম সরোয়ার বলেন, “আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ১৯৮২ সাল থেকে ১৯৯৪ সাল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগ থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। টানা ৩ বার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছি। ১৯৮২ সালে সামরিক স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে হামলা-মামলাসহ কারাবরণ করতে হয়েছে। আমার রাজনৈতিক জীবনে ১৯টি মামলার আসামী হয়েছি৷”

তিনি আরও বলেন, “আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে প্রার্থী হতে চাই। আমি আশা করি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমি শেখ হাসিনার একজন কর্মী হতেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছি। এবিষয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হাসান শিকদার, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, পটুয়াখালী জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এসময় ক্লাবের সহ-সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও এমকে রানা, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ ফরিদ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরও খবর পড়ুন: