1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার একজন কর্মী হতেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছি”–অ্যাড. গোলাম সরোয়ার

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের উন্নয়ন, পরিকল্পনা ও নিজের বর্নাঢ্য রাজনৈতিক ইতিহাস এবং জনপ্রতিনিধির অভিজ্ঞতা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ গোলাম সরোয়ার।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সারে ৬ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
অ্যাড. গোলাম সরোয়ার বলেন, “আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ১৯৮২ সাল থেকে ১৯৯৪ সাল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগ থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। টানা ৩ বার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছি। ১৯৮২ সালে সামরিক স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে হামলা-মামলাসহ কারাবরণ করতে হয়েছে। আমার রাজনৈতিক জীবনে ১৯টি মামলার আসামী হয়েছি৷”

তিনি আরও বলেন, “আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে প্রার্থী হতে চাই। আমি আশা করি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমি শেখ হাসিনার একজন কর্মী হতেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছি। এবিষয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হাসান শিকদার, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, পটুয়াখালী জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এসময় ক্লাবের সহ-সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও এমকে রানা, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ ফরিদ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট