1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

“অবরোধের নামে জ্বালাও-পোড়াও সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে” –পটুয়াখালী পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলা পুলিশ সুপার এর নির্দেশে অবরোধকালীন সময়ে নাশকতা ও জ্বালাও পোড়াও নির্মূলে  বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। পটুয়াখালী জেলা পুলিশের সঙ্গে কাজ করছে  পটুয়াখালী জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, র‍্যাব, মাজিস্ট্রেট, আনসার ও বিজিবি সহ সকল আইন প্রক্রিয়া সংস্থা। 

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম (সোমবার) ১৩ নভেম্বর দুপুর ১২:০০ টায় পটুয়াখালীর চৌরাস্তায় হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশিং কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন।

পটুয়াখালীতে অবরোধ বলে কিছু নেই। সকল ধরনের যান চলাচল বাস-ট্রাক স্বাভাবিক রয়েছে। অবরোধের সপ্তম দিনে পটুয়াখালী-ঢাকা সহ অন্যান্য জেলার সঙ্গে সকল ধরনের গণপরিবহন ও ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঢাকা থেকেও সকল গাড়ি আসছে।দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের জনজীবন স্বাভাবিক রয়েছে। অবরোধের নামে জ্বালাও পোড়া সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাইওয়ে কেন্দ্রিক গুরুত্বূপূর্ন স্থাপনা গুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিয়মিত ২৪ ঘন্টা টহল পুলিশের সঙ্গে রাতের টহল আরও জোরদার করা হয়েছে। নিয়মিত ক্রস পেট্রলিং করা হচ্ছে সকল  হাইওয়েতে। পটুয়াখালী বাসী সকলেই পুলিশকে সহায়তা করছে অবরোধ নিয়ন্ত্রণে। দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবরোধকালীন সময় পুলিশের সকল সিনিয়র অফিসাররা জুনিয়রদের সঙ্গে নিয়মিত মাঠে কাজ করছে। পুলিশ সুপার সহ সকল সিনিয়র অফিসাররা হাইওয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য  দিন-রাত সর্বদা  উপস্থিত থেকে তদারকি করছে। নিয়মিত তদারকি ফোর্স অফিসারদের  উৎসাহিত করছে। 

হাইওয়ে পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) মোঃ সালাহ উদ্দিন কাজল সহ পটুয়াখালী জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট